ইসলামপুরে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 


আলমাস হোসেন আওয়ালঃ


জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।


বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে মহিলা দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা চত্বরে গিয়ে শেষ হয়।


পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু। 


বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয়তাবাদী মহিলা দল নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবসময় অগ্রণী ভূমিকা রাখছে। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের স্মৃতিচারণ করা হয়।


সভায় উপজেলা মহিলা দলের সভাপতি নাহিদা আক্তার খানম সুলেখা সভাপতিত্ব করেন। এছাড়া উপজেলা বিএনপি, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment