রোকনুজ্জামান সবুজঃ
জামালপুরের গোয়েন্দা শাখার ডিবি-২ পুলিশ কর্তৃক ভারতীয় মদ ও দেশীয় অস্ত্র সহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ৮৩ বোতল মদ ও দেশীয় অস্ত্র সহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) গভীর রাতে উপজেলার পাথরেরচর পূর্বপাড়া গ্রামের পলাশের বাড়ীর রান্নাঘর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পলাশ মিয়া (৪২), জাহিদুল ইসলাম (৩৮), মোঃ মিষ্টার আলী (৪৫), মোঃ শাহজাহান (৪৫), আব্দুল আয়েল (৪২), মোঃ সবুজ মিয়া (৩০), রমজান আলী (২৪)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ৫ জন মাদক ব্যবসায়ীর বাড়ী দেওয়ানগঞ্জে ও দুইজনের বাড়ী কুড়িগ্রাম জেলায়।
ডিবি-২ অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন তালুকদার জানান, আসামীদের মাদক ও অস্ত্র মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment