আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারি বরাদ্দের ৫০ কেজি ওজনের ২০৬ বস্তা চাল উদ্ধারের ঘটনায় মিল মালিকসহ মামলা করা হয়েছে ০৫ জনের বিরুদ্ধে।
গত রবিবার (১ জুন) দিবাগত রাত ২টার দিকে ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকায় মা রাইচ মিলের গোডাউন থেকে এসব চাল জব্দ করা হয়। জব্দ করা ২০৬ বস্তার মধ্যে ছয়টি চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল দেওয়া। এ ঘটনায় মিল মালিকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটকরা হলো, মা রাইচ মিলের স্বত্বাধিকারী আরিফ মিয়া এবং তাঁর সহযোগী সুভা আলী।
গত সোমবার দুপুরে সরকারি চাল মজুত রাখা এবং বিক্রি করার ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ কামরুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে মা রাইচ মিলের স্বত্বাধিকারী আরিফ মিয়া এবং তাঁর সহযোগী সুভা আলী, কানা বাবু, মিন্টু এবং সাবেক পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন লেবু। পরে বিকেলে আটক আরিফ মিয়া এবং সুভা আলীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করেছে পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হতদরিদ্রদের জন্য বরাদ্দের সরকারি চাল মজুত রাখার খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছু স্থানীয় বাসিন্দা অনেকেই বলেন, 'প্রভাবশালী একটি চক্র সুবিধাভোগীদের কাছে কম দামে চাল কিনে বেশি দামে মিল মালিকের কাছে চাল বিক্রি করে। মিল মালিক বেশি মুনাফার উদ্দেশ্যে চালগুলো মজুত রেখে ছিলো।
মা রাইচ মিলের স্বত্বাধিকারী আরিফ মিয়া থানায় থাকাবস্থায় বলেন, 'আমি ষড়যন্ত্রের শিকার। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চাল কিনে মজুত করেছিলাম। কোনো ব্যবসায়ী ভুলবসত আমার অজান্তে সরকারি সিলসংবলিত ছয় বস্তা চাল আমার মিলে পাঠিয়ে দেয়। ওই ছয় বস্তাসহ দুইশত বস্তা উদ্ধার চাল অতিরিক্ত জব্দ করা হয়েছে। মূলত আমি নির্দোষ।'
মামলার তদন্ত কর্মকর্তা ও ইসলামপুর থানার এসআই মোঃ আনোয়ারুল হক বলেন, 'পাঁচজনের নামে মামলা করা হয়েছে। আটক দুই ব্যক্তিকে আদালতে সোপর্দ করেছি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল্লাহ সাইফ বলেন, গোপন খবরের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে সরকারি দুইশত ছয় বস্তা চাল জব্দ করা হয়েছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তৌহিদুর রহমান বলেন, 'চালের বৈধ উৎস প্রমাণে ব্যর্থ হওয়ায় মিল মালিক আরিফ মিয়াকে আটক করা হয়েছে। হতদরিদ্রদের জন্য বরাদ্দের সরকারি চাল মজুত রাখার সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'
উল্লেখ, এর আগে গত শুক্রবার যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা গ্রামে একটি বাড়ি থেকে ৬০৩ বস্তা সরকারি বরাদ্দের চাল জব্দ করে।
0 $type={blogger}:
Post a Comment