জামালপুর দর্পণঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে পূর্ণাঙ্গ অন্তর্ভুক্তির লক্ষ্যে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গনে আজ মঙ্গলবার (২৪ জুন, ২০২৫) দিনব্যাপী এক সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এবং অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় পরিচালিত জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহাদৎ হোসেন এবং জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা। এছাড়াও সেলফহেল্প, দুর্বার প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, জামালপুরের সভাপতি মোঃ মোস্তফা ও সহ-সভাপতি মোশ হামিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সানজিদা সুচী, ইউনিয়ন সমাজকর্মী মোছাঃ নাজমা বেগম, SACMO ডা: শারমীন সিরাজী এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ইমরান হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, প্যানেল চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য, এনজিও কর্মী, পিজি সদস্য, গণ্যমান্য ব্যক্তি, ইমাম, শিক্ষক, প্রতিবন্ধী ব্যক্তি ও কিশোরীরা উপস্থিত ছিলেন।
হাফেজ রুহুল আমীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। জেসমিন প্রকল্পের জেন্ডার ডিআরআর ও সিসি অফিসার সাদেকা বেগম স্বাগত বক্তব্যের পাশাপাশি প্রকল্প ও সভার উদ্দেশ্য, কাজ, ডোনার সংস্থা, সেইফগার্ড পলিসি ও দুর্নীতি বিরোধী বার্তা তুলে ধরেন। তিনি প্রতিবন্ধীতা কী, এর মডেল, ধরণ, অধিকার, বৈশিষ্ট্য এবং তাদের প্রতি কেমন আচরণ করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে বিশদভাবে উপস্থাপন করেন।
উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহাদৎ হোসেন তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, "প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবার ও সমাজের বোঝা নয়।" তিনি তাদের জন্য সরকারি সকল সুবিধা নিশ্চিত করার এবং সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়াও ইশরাকী ফাতেমা, মোছাঃ নাজমা বেগম, সানজিদা সুচী ও ডাঃ শারমীন সিরাজী প্রমুখ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সভাটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা। সভা বাস্তবায়নে সহযোগিতা করেন জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর তৃপ্তি খাতুন ও নীলা আক্তার। এই আয়োজনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমাজে তাদের ইতিবাচক ভূমিকা সম্পর্কে এলাকাবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
উল্লেখ্য, জেসমিন প্রকল্প ২০২৩ সাল থেকে জামালপুর জেলার ৪টি উপজেলা (সদর, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ) কাজ করছে। এটি মূলত অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) মাধ্যমে বাস্তবায়িত এনএসভিসি প্রকল্পের (২০১৮-২০২৩) বর্ধিত অংশ।
0 $type={blogger}:
Post a Comment