শেরপুরে মামার বিরুদ্ধে থানায় ভাগ্নের অভিযোগ



শেরপুর প্রতিনিধিঃ


শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন মামা হাবিবুর রহমান (৫০) পিতাঃ সামছুল হক, সাং- ধোপাঘাট মোট ৫ জনকে আসামি করে শেরপুর সদর থানা এক লিখিত অভিযোগ দায়ের করেন। যার জিডি নং- ৮৫৯ তাং-১৪-০৪-২৫ ইং। 


লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম ফারুক এর আপন মামা সহিদুর ইসলাম শাহিনের কাছ থেকে সাবকবলা দলিল মূলে পৌনে ৭১ শতাংশ ভূমি ক্রয় করেন। উক্ত ভূমিতে শফিকুল ইসলাম ফারুক বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করাসহ তার বাবা মার বসবাসের করার জন্য একটি টিন সেট একটি ছাপরা ঘর নির্মাণ করে রাখে। শফিকুল ইসলাম ফারুক ঢাকায় চাকরি করার সুবাদে তার আপন মামা সহিদুর ইসলাম শাহিন, হাবিবুর রহমান গংরা পুরো জমি আত্মসাৎ করার হীনো চেষ্টা চালিয়ে তার রোপণকৃত বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছ উপচে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ১ লক্ষ ৫৫ হাজার টাকা এমনটাই তার লিখিত অভিযোগে উল্লেখ করেন।




অভিযোগে আরো জানা যায়, এমন ঘটনার পরিপেক্ষিতে বাদী শফিকুল ইসলাম ফারুক ঢাকা থেকে শেরপুর এসে ঘটনার স্থলে উপস্থিত হয়ে আসামীদের উক্ত কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করলে ভাগ্নের উপর আসামী মামারা চড়াও হয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। 



এসময় স্থানীয় লোকজন শফিকুল ইসলাম ফারুককে উদ্ধার করে অটোরিকশা যোগে পৌর শহরের নবীনগর মহল্লায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আমবাজ আলী নিকট প্রাথমিক চিকিৎসা শেষে শেরপুর সদর থানায় একখানা লিখিত অভিযোগ দায়ের করেন। 

Share on Google Plus

About সাদ্দাম হোসেন

0 $type={blogger}:

Post a Comment