ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর পৌর শহর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মালেক শাহ ফকির।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইসলামপুর পৌর শাখার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রশিদ খন্দকার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করায় সভাপতি পদ শূন্য হয় এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন (বি.ডি.আর) মৃত্যুবরণ করায় পদ দুটি শূণ্য হওয়ায় ৩নং পৌর ওয়ার্ড বিএনপি'র সভাপতি হিসাবে মোঃ আব্দুল মালেক শাহ ফকির ও সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আলাউদ্দিন কে ১৮ মার্চ ২০২৫ তারিখে পৌর বিএনপির সহ দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে দায়িত্ব প্রদান করা হয়।
মোঃ আব্দুল মালেক শাহ ফকির জানান, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, পৌর বিএনপির সভাপতি আলহাজ রেজাউল করিম ঢালী ও সাধারণ সম্পাদক জাকির হোসেনকে জানাই আন্তরিক ধন্যবাদ।
আমি দলের জন্য নিরলসভাবে কাজ করে সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলে এবং আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে ৩নং ওয়ার্ড বিএনপিকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চাই।
0 $type={blogger}:
Post a Comment