মোঃ আওয়াল সরকারঃ
জামালপুরের ইসলামপুর গোয়ালেরচর ইউনিয়নের বিস্ফোরক মামলায় যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম (৩৭)কে গ্রেফতার করেছে ইসলামপুর থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় ইসলামপুর থানা চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবলীগ নেতা মালমারা গ্রামের মোঃ জালাল মিয়ার ছেলে। সে ৯নং গোয়ালের চর ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। ইসলামপুর থানার এস.আই. সরোয়ার আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ৯নং গোয়ালের চর ইউনিয়নে গত ১৬ ডিসেম্বর রাতে বিস্ফোরক ও ভাঙচুরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেনের আইডি থেকে ঝটিকার মিছিলের একটি ভিডিও দেখতে পাওয়া যায়। সেখানে গোয়ালের চর ইউনিয়নের সভারচর কারিপাড়া এলাকায় ঝটিকা মিছিলে যুবলীগ কর্মী এস কে সূজন খাঁনের নেতৃত্বে সভারচর দাখিল মাদরাসা শহীদ মিনার হতে একটি ঝটিকা মিলিছল বের হয়ে কারিপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার এসে মিছিলটি সমাপ্তি হয়। সেখানে তারা শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এ ঘটনায় জেলা ছাত্রদলের সমাজ কল্যাণ সম্পাদক ও সাবেক সভাপতি হাফিজুর রহমান বাদী হয়ে ১২৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরোও ২০০/২২০ আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে এজাহার দায়ের করে।
এ ঘটনায় গতকাল সন্ধ্যায় যুবলীগ কর্মী নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। বিস্ফোরক মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
0 $type={blogger}:
Post a Comment