জামালপুর দর্পণঃ
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারে শন প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারীত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইনপ্রুভড নিউট্রিশন জেসমিন (GESMIN) প্রকল্পের সহযোগিতায় সোমবার (২৮ এপ্রিল, ২০২৫) জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে হাফেজ জাহাঙ্গীর আলম সাহেবের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান। সভাপতি মহোদ্বয় সভার শুরুতে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভার উদ্ভোধনী ঘোষণা করেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ নাজমা বেগম, ইউনিয়ন সমাজকর্মী,কেন্দুয়া, উপজেলা সমাজসেবা অধিদপ্তর, জামালপুর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: শারমীন সিরাজী, ইউনিয়ন পরিবার কল্যান ও স্বাস্থ্য কেন্দ্রের প্রধান। মোঃ আতাহার আলী, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি কেন্দুয়া।
সভায় আরো উপস্থিত ছিলেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ইউপি সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শিক্ষক, সমাজ সেবক, এনজিও কর্মী, আনছার কমান্ডার, কৃষক, ঈমাম, ইউপি উদ্যোক্তা ও প্রকল্পের কমিউনিটি মার্কেট এজেন্টবৃন্দ প্রমূখ।
উক্ত সভায় Business Development officer( BDO) গৌরাঙ্গ চন্দ্র সাহা ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভার উদ্দেশ্য, প্রকল্পের পরিচয় ও সংস্থার কাজ, ডোনার, লোঘো, গত সভার সিদ্ধান্ত গুলো মুক্ত আলোচনা করেন।
সভায় সঞ্চালনার পাশাপাশি জিরো-৫ (জিরো-ক্ষুধা, জিরো-বাল্য বিবাহ, জিরো-অপুষ্টি, জিরো-শিশু শ্রম, জিরো-প্লাষ্টিক/পলিথিন) ,সেইফগার্ড পলিসি,দূর্নীতি নিয়ে আলোচনা করেন জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা।
বাল্য বিবাহ মুক্ত ঘোষণা ও পলিথিন নির্দিষ্ট জায়গায় সংরক্ষণের জন্য জোরালো আহবান করেন ও এলাকায় সচেতনতা বৃদ্ধি করানোর বিষয়ে আলোচনা করেন ইউপি সদস্য রাকিবুল ইসলাম।
প্রধান অতিথি ইউনিয়ন সমাজকর্মী মোছাঃ নাজমা বেগম বলেন, পরিবেশ সুরক্ষার জন্য জেসমিন প্রকল্প যে উদ্যোগ নিয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই।পাশাপাশি নিজেরা জিরো-৫ সম্পর্কে সচেতন হবো এবং যার যার অবস্থান থেকে অন্যদেরকে মেনে চলতে উৎসাহিত করবো সবাই এই অঙ্গিকার করছি।
বিশেষ অতিথি ডাঃ শারমীন সিরাজী নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে এবং গর্ভকালীন যত্ন,স্বাস্থ্য পরিক্ষা, গর্বকালীন ঔষধ খাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আরো বক্তব্য রাখেন ইউনিয়নের সার্বিক উন্নয়নের বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ আতাহার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইন্তাজ আলী, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য মহির উদ্দিন মহির, সিএমএ মাহমুদা সুলতানা এবং আরো অনেকেই।
পরিশেষে সকলের মতামতের ভিত্তিতে তাদের কর্ম পরিকল্পনা গৃহীত হয়।
“কর্ম পরিকল্পনা:
১। জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা।
২। বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষনা।
৩। পলিথিন /প্লাষ্টিক নির্দিষ্ট জায়গায় সংরক্ষন করা এবং এলাকায় সচেতনতা বৃদ্ধি করা।
৪। প্রত্যেক মাসে পরিষদের আওতায় যে কার্যক্রম গুলো হয়, পরিচয় পত্র প্রদান, জন্ম নিবন্ধন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা ও গর্ভবর্তীদের তালিকা এবং যত্ন অগ্রগতি করা ইত্যাদি।
৫। প্রত্যেক মাসে Pregnancy তালিকা করা এবং তাদের ভাতার আওতাভুক্ত করা।
0 $type={blogger}:
Post a Comment